ঘরোয়া উপায়

জীবনে কিছু থাকুক বা না থাকুক, মশার কামড় থেকেই যাবে। সেই কামড়ের অসম্ভব জ্বালা কমবে ঘরোয়া উপায়েই। জেনে নিন, তালিকায় আছে কী কী।

Soumitra Sen
Nov 03,2023

সাবান দিয়ে ধুয়ে ফেলুন

মশা কামড়ালে প্রথমেই সেই জায়গা জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে শুরুতেই জ্বালার থেকে একটু হলেও আরাম পাবেন।

বরফ

বরফ বা ঠান্ডা জল মশার কামড়ের জ্বালা থেকে মুক্তি দেয়। তবে ফোলা জায়গায় সরাসরি বরফ ব্যবহার না করাই ভালো, বদলে কোনও রকম কাপড়ে জড়িয়ে ব্যবহার করুন।

মধু

বহু বছর ধরে ত্বকের যত্নের জন্য মধু ব্যবহার করা হয়। মধুতে থাকা মিষ্টি পদার্থ জ্বালাও কমাতে সাহায্য করে।

ঘৃতকুমারী

ঘৃতকুমারীর পাতার রস বা আঠা, ত্বকের যেকোনও সমস্যায় ব্যবহার করতে পারেন। এই আঠা পোকার কামড় থেকেও আরাম দেয়।

পেঁয়াজ

পেঁয়াজ যে শুধু চোখে জল আনে তা নয়। পেঁয়াজের রস মশার কামড়ের জায়গায় লাগালে জ্বালার অস্বস্তি থেকে আরাম দেয়।

বেকিং সোডা

জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানান। ১০ মিনিটের জন্য হলেও সেই পেস্ট লাগিয়ে রাখুন কামড়ের জায়গায়। জ্বালা কমতে বাধ্য।

রসুন

প্রকৃতীক প্রতিকার হিসেবে রসুন খুবই ভালো। রসুনের একটি পাতলা টুকরো কেটে তা কামড়ের জায়গায় কিছুক্ষণের জন্য রাখলে তা জ্বালা কমায়।

ভিনিগার

মশা কামড়ানোর পর জ্বালা করলে সেই জায়গায় লাগান এক ফোঁটা ভিনিগার। জ্বালা কমতে বাধ্য।

হট ওয়াটার ব্য়াগ

প্রচন্ড ঠান্ডার মতোন, প্রচন্ড গরম জিনিসও মশার কামড়ের থেকে আরাম দেয়। তাই কামড়ের জায়গায় ব্য়বহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ।

VIEW ALL

Read Next Story