বাবা বোঙ্গার ভবিষ্যদ্বাণী খুবই চর্চিত ও বিখ্যাত একটি বিষয়।
বুলগেরিয়ার এই মিস্টিক মানুষটি যেন নস্ত্রাদামুসকেও ছাপিয়ে গিয়েছেন।
এখন নতুন ইংরেজি বছর পড়লেই বাবা বোঙ্গার প্রেডিকশন নিয়ে প্রবল চর্চা হয়। বছর পড়েনি, তবে ২০২৫ সাল নিয়ে এখন থেকেই চর্চা চলছে।
যেমন, জানা যাচ্ছে, ২০২৫ সালে ইউরোপে এমন কিছু ঘটবে যার জেরে প্রচুর প্রাণহানি হবে।
তবে বাবার প্রেডিকশন তার পরেও এগিয়েছে। যেমন, তিনি জানাচ্ছেন ২০২৮ সালে মানুষ শুক্র গ্রহে পৌঁছবে।
২০৩৩ সাল নাগাদ মেরু অঞ্চলের বরফ গলবে। ফলে সমুদ্রস্তর বাড়বে, প্লাবিত হবে পৃথিবী।
আরও এগিয়ে বাবা ২১৩০ সালের কথাও বলেছেন। ওই সময় নাগাদ মানুষ এলিয়েনের দেখা পাবে!
২১৭০ সালে এক বিশ্ব জোড়া খরায় তছনছ হবে মানবসভ্যতা!
আর ধ্বংস? বাবা বলছেন, পৃথিবী ধ্বংস হবে ৩৭৯৭ সালে, আর এই মহাবিশ্ব মহাশূন্যে বিলীন হয়ে যাবে ৫০৭৯ সাল নাগাদ!