১. সিলেবাস বোঝা

প্রথমেই ইউপিএসসি প্রিলিমস সিলেবাসটি খুবই ভালভাবে বোঝা দরকার। প্রত্য়েক টপিককে পরিষ্কারভাবে বুঝে তারপর এগোতে হবে।

২. বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে দেখা

আগের বছরের প্রশ্নপত্রগুলিকে সলভ করতে হবে। প্রশ্নের ধরণ, বিষয়ের গুরুত্ব উপর দিতে হবে।

৩.সূত্র

সঠিক স্টাডি মেটিরিয়াল, উপযুক্ত বই, অনলাইনে প্রাপ্ত তথ্য, কোচিং মেটিরিয়াল সবকিছু ভালভাবে বেছে প্রিপারেশনকে এগোতে হবে।

৪. সঠিক প্ল্য়ানিং স্ট্র্য়াটিজি

নিজেদের স্ট্রেন্থ এবং দুর্বলতার কথা মাথায় রেখে এক ভাল স্টাডি প্ল্য়ান বানাতে হবে এবং প্রত্য়েক বিষয়ের জন্য় আলাদা আলাদা করে সময় সাজাতে হবে।

৫. রিভিশন হল চাবিকাঠি

নিয়মিত রিভিশন করলে তা খুবই লাভজনক হবে। যেসব বিষয়গুলি আগে পড়া হয়ে গিয়েছে সেগুলিকে প্রতিনিয়ত রিভিশল করলে আপনার বিষয়গুলিকে বুঝতে আরও সহজ হবে।

৬. ইউপিএসসি প্রিলিম ২০২৩-এর জন্য় সিএসএটি

সিএসএটি (সিভিল সার্ভিসেস অ্য়াপটিটিউড টেস্ট) পেপারে ভালভাবে মনোযোগ দিতে হবে, কারণ এটি একটি নির্বাচনী পরীক্ষা।

৭. নেগেটিভ মার্কিং এড়িয়ে চলতে হবে

এমসিকিউ প্রশ্ন করার সময় খুব সর্তক থাকতে হবে। আন্দাজে প্রশ্নের উত্তর দিতে না যাওয়াই ভাল কারণ এতে ভুল হলে নম্বর কাটা যাবে।

৮. মক টেস্ট দিতে হবে

প্রস্তুতির পাশাপাশি মক টেস্ট দিতে থাকলে পরীক্ষার জন্য় স্পিড বাড়বে, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।

৯. আত্মবিশ্বাসী হতে হবে এবং নেগেটিভি এড়িয়ে চলতে হবে

নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে প্রস্তুতিতে এগিয়ে যেতে হবে। বিভ্রান্তি ও নেগেটিভিটির থেকে দূরে থাকতে হবে।

১০. মাইন্ডফুল টেকনিক অ্য়াক্সেস

প্রতিদিনের রুটিনে মেডিটেশন ও রিল্য়াক্সেশন এক্সারসাইজ করতে হবে। এগুলি আপনার স্ট্রেসকে দূর করে আরও ফোকাস থাকতে সাহায্য় করবে।

VIEW ALL

Read Next Story