এআই-এর বছর

২০২৩ কে বলা চলে এআই (AI)-এর বছর। এই বছরে একাধিক AI টুল আবিস্কার করা হয়েছে। জেনে নিন সবথেকে জনপ্রিয় AI টুলগুলি সম্পর্কে।

মাইক্রোসফ্ট ক্যাপিলট (Microsoft capilot)

পূর্বে এই টুল বিঞ্জ চ্যাট নামে পরিচিত ছিল। কোডিং, ট্র্যাভেল প্ল্যানিং এবং নতুন নতুন ভাষা শিখতে এই টুল ব্যবহার করা হয়।

রানওয়ে জেন-২ (Runway gen-2)

গুগলের রানওয়ে জেন-২ টুলের সাহায্যে যেকোনও নতুন শব্দ বা ফটো থেকেই ভিডিয়ো বানিয়ে ফেলা যায়।

অ্যাডোব ফায়ারফ্লাই (Adobe firefly)

অ্যাডোব ফায়ারফ্লাই একটি ফ্রি টুল যার সাহায্যে আপনি সহজেই নিজের ইচ্ছে মতো ছবি এডিট করতে পারবেন।

ড্যাল ই-থ্রি (Dall-E 3)

রানওয়ে জেন-২ এর মত এই টুলের সাহায্যে আপনি সহজেই শব্দ থেকে ছবি তৈরি করতে পারবেন।

মিডজার্নি (Midjourney)

মিডজার্নির সাহায্যে সহজেই বাস্তবিক ছবি তৈরি করতে পারবেন। এবং সেই ছবি অন্য সব ছবির থেকে একেবারে অন্যরকম দেখতে হবে।

ক্লাউড (Claude)

প্রশ্নের উত্তর খুঁজছেন? আপনাকে সাহায্য করবে এই টুলই। ক্লাউড মানুষের মত আপনার সঙ্গে কথপকথন চালিয়ে আপনার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে।

ক্যারেক্টার ডট এআই (Character.ai)

কাল্পনিক চরিত্র হোক বা ঐতিহাসিক চরিত্র, কিংবা কথা বলতে চান তারকাদের সঙ্গে? তাহলে ব্যবহার করতে পারেন এই টুল।

গিটহাব ক্যাপিলট (Github Capilot)

বিশেষ ভাবে কোডারদের জন্য তৈরি এই টুল। কোডিং সম্পর্কিত কথাবার্তার জন্য ব্যবহার করতে পারেন এই টুল।

VIEW ALL

Read Next Story