প্রধানমন্ত্রীর ১২ অবতার

প্রধানমন্ত্রীর ভগবানের প্রতি আমরা প্রায় সকলেই জানি। মাঝে মধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

সুবিধা বঞ্চিত মানুষের সুবিদার্থে সর্বদা নজর রেখেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি উজ্জ্বালা যোজনার সুবিধা পাওয়া এক সাধারণ মানুষের বাড়িতে চা খেতে দেখা যায় তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

দেশের বায়ুসেনার উন্নতির জন্য বিশেষ ছাপ ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি তেজাস এয়ারক্রাফ্টে চড়তে দেখা গেছে তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষদেরই নয়, তরুণ প্রজন্মের কাছেও প্রিয় ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

ভারতীয় শিল্পকে নতুন দিশা দেখিয়েছেন নমো। বিভিন্ন সময়ে শিল্পীদের সঙ্গে তাঁদের কাজ নিয়ে গভীর আলোচনায় দেখতে পাওয়া গেছে তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

প্রথম থেকেই ভারতের খেলোয়াড়দের পাশে থেকেছেন প্রধানমন্ত্রী। ২০২৩-এর বিশ্বকাপে ভারতের হারের পর খেলোয়াড়দের পাশে দেখতে পাওয়া গেছে তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

সকলের সঙ্গে সমান তালে সঙ্গ দিয়েছেন নমো। মুম্বইয়ের দ্য সইফি অ্যাকাডেমিতে রান্নার কাজেও হাত লাগাতে দেখা গেছে তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

কাজের পাশাপাশি নানান সময় খুশির মেজাজেও দেখতা পাওয়া গেছে প্রধানমন্ত্রীকে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে খোশ মেজাজে তিনি।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

নতুন সংসদ ভবন উদ্বোধনে একেবারে ধার্মিক রূপে ধরা পড়েছেন তিনি। পবিত্র সেংগল হাতে দেখতে পাওয়া গেছে তাঁকে।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

প্রধানমন্ত্রী আগাগোড়াই মাটির মানুষ। অহংকার ছেড়ে বিজেপি কার্যকর্তার হাঁটার লাঠি তুলে দিচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

শুধুমাত্র মানুষের কাছেরই নয়, পশুদেরও ভালোবাসন প্রধানমন্ত্রী। লেপচা কুকুরদের সঙ্গে ধরা পড়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর ১২ অবতার

দিব্যাঙ্গ তরুণের সেলফি মোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

VIEW ALL

Read Next Story