অবসর অবসাদ গ্রাস করছে আপনাকে‌! তবে মেনে চলুন এই পদ্ধতি

Rajat Mondal
Dec 28,2024

কর্মজীবনে অবসর

বয়সকালে কর্মজীবন থেকে অবসর প্রাপ্তের পর বেশিরভাগ মানুষকেই একাকীত্বে ভুগতে হয়।

মূল কারন

শূন্যতা, একাকীত্ব এবং মূল্যহীনতাবোধ এইসবের মূল কারণই হল প্রতিদিনের রুটিন বদলে যাওয়া, সামাজিক কথোপকথন কমে যাওয়া সঙ্গে নানা রকম শারিরীক সমস্যা।

চিন্তা করা

চিন্তা করা জীবনের শেষ পর্যায় এসে তাঁরা সবসময়ই চিন্তা করতে থাকেন বাকি জীবনটা কীভাবে কাটাবেন। এর কারণেই অনেক মানুষই লক্ষ্যহীন এবং বিষন্নতায় ভোগেন।

বিশেষজ্ঞদের মতে

এই বিষন্নতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষজ্ঞদের দেওয়া কিছু টিপস।

পরিকল্পনা

বয়সকালে কর্মজীবন থেকে অবসর প্রাপ্তের আগেই নিজেকে ফাইনান্সিয়াল এবং ইমোশনালি স্ট্রং থাকতে হবে।

প্রপার রুটিন

নিজের একটা রুটিন তৈরী করুন। এবং সেটি প্রতিদিন মেনে চলুন।

সামাজিক যোগাযোগ

শূন্যতা, একাকীত্ব কাটিয়ে উঠতে হলে সামাজিক যোগাযোগ ঠিক রাখতে হবে।

শারীরিক ক্রিয়াকলাপ

শারীরিক এবং মানসিকভাবে নিজেকে ঠিক রাখতে প্রতিদিন ব্যায়াম করুন।

দক্ষতা বাড়ান

নতুন কাজের সাথে যুক্ত হন পাশাপাশি নতুন কোর্স এবং হবি বেছে নিন।

সাপোর্ট সিস্টেম

এছাড়াও ভালো সাপোর্ট সিস্টেম রাখুন যার জন্য আপনাকে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।

VIEW ALL

Read Next Story