দুবাইয়ে আগুন লাগালেন দেবচন্দ্রিমা, উত্তাপে ঘামল বাঙালির নেটপাড়া!

Rajat Mondal
Dec 27,2024

টলিউড ছেড়ে এবার বলিউডে

টলিউড ছেড়ে এবার বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ওখানে হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি।

একাধিক ধারাবাহিকে

বাংলায় ‘কাজললতা’,‘সাঁঝের বাতি’,‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

হিন্দি ধারাবাহিক

হিন্দি ধারাবাহিক 'সুহাগন চুড়েল'-এ মুখ্য চরিত্রে দর্শক দেখেছেন তাঁকে, তবে তিন মাসেই শেষে হয়েছে ধারাবাহিক ।

ঘোরার শখ

তাঁর ঘোরার শখ, তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়, সারা বছর তাঁকে নানান জায়গায় ঘুরতে দেখা যায় ।

নানান জায়গা

নানান জায়গায় নানান পোশাকে বহুবার ধরা দিয়েছেন তিনি ।

দুবাই

ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। অন্য়ান্য়বারের মতো এবারেও সেখান থেকে নানা ছবি, ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাঁকে।

সবুজ বিকিনিতে

সম্প্রতি, সবুজ বিকিনিতে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করতে দেখা যায় তাঁকে। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষের তির।

মাথা ব্যাথা

তবে তা নিয়ে কেনো মাথা ব্যাথা নেই নায়িকার

তিনি স্পস্ট ভাবে জানান

তিনি স্পস্ট ভাবে জানান, 'আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সমাজ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই।'

আরও জানান

আরও জানান 'আমার নতুন কাজের খুশিতে যেমন ভাল মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাঁদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়'

VIEW ALL

Read Next Story