নিয়মিত জীবনে স্নান প্রত্যেকেই করেন, তবে জানেন কি স্নান করেই আপনি হয়ে উঠতে পারেন বিপুল ধনী ব্যক্তি?

user Rajat Mondal
user Oct 27,2024


মানুষের চাওয়া পাওয়ার কোনও শেষ নেই, সেটা ছেঁড়া কাঁথায় হোক বা বিপুল ধনী কেউ, বিশাল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখেন সকলেই। প্রত্যেকেই চায় লক্ষীর ধন ও কুবেরের আশীর্বাদ নিয়ে থাকতে, যাতে অর্থ-সংকটের মুখে না পড়তে হয়।


এই ভাগ্য বদলানো আশীর্বাদ পেতে মেনে চলুন কয়েকটি টোটকা, যা স্নানের জলে মেশালে আপনিও হতে পারেন আপনার স্বপ্নের সেই ধনী ব্যক্তিটি।


জ্যোতিষ মতে, আপনি যদি সপ্তাহে দু-দিন নুন জলে স্নান করেন তাহলে নেতিবাচক শক্তি থেকে দূরে হয়ে যায়।


বিশেষ করে টানা ৬ মাস ধরে মঙ্গল ও শনিবার এই জলে স্নান করলে তাহলে ইতিবাচক ফল দেখতে পাবেন।


আবার আপনি যদি সোমবার স্নানের জলে একটু দুধ মিশিয়ে স্নান করেন তবে আপনি দেবাদিদেবের কৃপা লাভ করতে পারেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)


বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মেশালে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, কোনও ব্যক্তি তিন মাস এটি করলে তার সম্পদ বাড়তে শুরু করবে।


আবার শনিদেবকে খুশি করতে শনিবার জলে হলুদ ও নুন মিশিয়ে স্নান করুন।

VIEW ALL

Read Next Story