দান করা ভালো

দান করাকে শুভ বলে মনে করা হয়। তাই সবাইকে দান করার কথা বলা হয়ে থাকে।

Anustup Roy Barman
Dec 22,2023

দান

দানের মধ্যেও এমন কিছু জিনিস আছে যা অশুভ বলে মনে করা হয়।

বাসি খাবার

ভুল করেও কাউকে কোনদিন বাসি খাবার দান করা উচিত নয়। কারণ যদি আপনি এটি করেন তাহলে সারাদিন বাড়িতে থাকলে আপনার খিদে পেতেই থাকবে।

ঝাড়ু

ঝাড়ুকে শুভ বলে মনে করা হয় কারণ এতে দেবী লক্ষীর বাস, তাই এটি কাউকে দান করা উচিত নয়।

খারাপ তেল

খারাপ তেল দান করা অশুভ। যদি আপনি করেন তবে শনি দেব আপনার উপর ক্রুদ্ধ হয়ে যাবেন।

চিরুনি

চিরুনি কাউকে উপহার হিসাবেও দেওয়া উচিত নয়। কারণ মনে করা হয়, এটি কাউকে দিলে ভাগ্য নষ্ট হয়ে যায়।

ছেঁড়া জামাকাপড়

কাউকে ছেঁড়া জামাকাপড় দেওয়া উচিত নয়। এতে অর্থের ঘাটতি হয়।

ধারালো জিনিস

ধারালো জিনিসের দানকে অশুভ বলা হয়, তাই এটি দান করা উচিত নয়।


(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় কোনও দায়বদ্ধতা নেই।)

VIEW ALL

Read Next Story