নারকেল তেল ও ফটকিরিতেই চুলের সমস্যার সমাধান

Sekender Abu Zafar
May 10,2024

চুলে ব্যবহার

চুলের দফারফা হয়ে গিয়েছে, অনেকে শুরু নিয়মনিষ্ঠভাবে শুরু করে দেন নারকেল তেল ট্রিটমেন্ট।

খুস্কিতে

খুস্কি থেকে মুক্তি পেতে, ড্রাই চুল ঠিক করতে নারকেল তেলের জুড়ি নেই। ফটকিরির সঙ্গে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

প্যাক হিসেবে

ফ্যাটি অ্যাসিডের সঙ্গে নারকেল তেলের প্যাক খুবই ভালো কাজ দেয়। কন্ডিশনার হিসেবে ব্যবহারের জন্য সোজাসুজি ব্যবহার করা যায় নারকেল তেল।

ড্যামেজ চুলে

ড্যামেজ চুল, চুলের স্বাস্থ্য ও চুলের উজ্জ্বল্য উদ্ধার করতে নারকেল তেল ব্যবহার করে দেখুন একবার। চুলের জন্য় ব্যবহৃত বহু তেলে থাকে এই নারকেল তেল।

শুষ্ক স্ক্যাল্প

স্ক্যাল্প শুষ্ক হয়ে গেলে নারকেল তেলে ব্যবহার করা যায়। খুস্কিতে খুব ভালো কাজ দেয় নারকেল তেল।

চুল গজাতে

কেমোথেরাপির পর চুল পড়ে যায়। সেক্ষেত্রে চুল গজাতে নারকেল তেল ব্য়বহারে ভালো কাজ দেয়।

সান ক্রিম

সান ক্রিম হিসেবেও নারকেল তেল ভালো কাজ দেয়। সূর্যের অতিবেগুনি রস্মি থেকে চুলকে রক্ষা করে নারকেল তেল।

কন্ডিশনার

কন্ডিশনার হিসেবেও ভালো কাজ দেয় নারকেল তেল। কিংবা সাধারণভাবে যে কন্ডিশনার ব্যবহার করেন তার সঙ্গে একটু নারকেল তেলে মিশিয়ে নিলে ভালো ফল পাবেন।

VIEW ALL

Read Next Story