শত্রু না বন্ধু ?

প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে, যারা জীবনে চলার পথে বাধা সৃষ্টি করে

মানুষ চেনার উপায়

আজকে আমরা আপনাকে জানাবো এমন কিছু উপায়, যার সাহায্যে আপনারা চিনে নিতে পারেন কে বন্ধু আর কে নয়।

কথার মাঝে কথা

আপনি কথা বলার মাঝেই, বলবে কথা , শুনবে না আপনার কথাই । এরম মানুষকে এড়িয়ে চলুন।

মধ্যমণি

এই ধরনের মানুষেরা চান, তাকে ঘিরেই হোক সমস্ত আলোচনা। নিজের দামই বেশি এইসব মানুষের কাছে।

নেগেটিভ চিন্তা ভাবনা

এই ধরনের মানুষ আপনার মধ্যের পজিটিভিটিতে বাধা দেবে, বাড়বে নেগেটিভ চিন্তাধারা।

আনলিমিটেড নাটক

এইসব মানুষ হয় আগাগোড়াই নাটুকে। নিজের জীবন ভালোভাবে না চললে, এরা পারবে না আপনার অসুবিধায় পাশে থাকতে।

হিংসাই শত্রু

আপনার উন্নতিতে যে সকল মানুষের হিংসা হয়, তারা কখনই আপনার বন্ধু নয় । এড়িয়ে চলুন এইরম মানুষকে।

মিথ্যের ঝুড়ি

কথায় কথায় বলবে মিথ্যে কথা, বুঝতে অসুবিধা হবে আপনারই। এড়িয়ে চলুন এইরম মানুষকে।

নিজেই সর্বেসর্বা

সে ভূল, কিন্তু আপনি ঠিক হলেও, নিজের ভুল স্বীকার করেন না এইসব মানুষ।

কোন পথ বেছে নেবেন

প্রথমে চেষ্টা করুন শুধরে দিতে, না পারলে এড়িয়ে চলুন।

VIEW ALL

Read Next Story