ফুড ব্লগার

আপনি বিভিন্ন খাবার সংক্রান্ত কন্টেন্ট সবার সঙ্গে শেয়ার করতে পারেন। বিভিন্ন ফুড ব্র্যান্ড, রেস্টুরেন্টের সঙ্গেও কোলাবরেশন করতে পারেন।

শেফ

আপনি যদি খাওয়ার সাথে সাথে রান্নাও করতে পছন্দ করেন আর এই পছন্দকে পেশা বানাতে চান, তাহলে আপনি শেফ হতে পারেন।

ফুড ফটোগ্রাফার

ফুড ফটোগ্রাফাররা খাবারের সুন্দর ছবি তুলে খাবারকে আরও আকর্ষনীয় ও লোভনীয় করে তোলে। আপনি যদি খেতে এবং ছবি তুলতে দুটোই ভালোবাসেন তবে এই পেশা আপনারই জন্য়।

রেসিপি ডেভলপার

রেসিপি ডেভলপারের কাজ হল রান্নার বই, ম্য়াগাজিনের জন্য় নতুন নতুন রেসিপি তৈরী করা। আপনি যদি রান্নার সময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাহলে এই পেশা আপনার জন্য়।

ফুড স্টাইলিস্ট

ফুড স্টাইলিস্ট-এর কাজ হল খাবারকে আরও সুন্দর করে সাজিয়ে আরও আকর্ষনীয় করে তোলা।

পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট

পুষ্টিবিদরা সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টি সংক্রান্ত নানা পরামর্শ দেন। সকলকে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ডায়েট প্ল্যানও বানিয়ে দেন।

ফুড ক্রিটিক বা খাদ্য সমালোচক

ফুড ক্রিটিকরা বিভিন্ন রেস্টুরেন্টে যান এবং সেখানকার খাবার কেমন, সেই নিয়ে মতপ্রকাশ করেন।

VIEW ALL

Read Next Story