মহাকাশে গ্যালাক্সির কিছু ছবি তুলেছে নাসা। যেখানে কিছু ছবি দেখে মনে হচ্ছে, গ্যালাক্সিরা যেন নাচ করছে।

দুটি গ্য়ালাক্সির ধাক্কা খাওয়ার ফলে দেখা যাচ্ছে তাদের নক্ষত্র ও গ্য়াসগুলি মিলিত হয়ে একটি মনমুগ্ধ আলোর শিখা তৈরি করছে।

গ্যালাক্সিগুলির মধ্যে মহাকর্ষজনিত টানের ফলে গ্যালাক্সিগুলি আরও প্রসারিত হতে থাকে। ফলে মহাকাশে একটি সুন্দর আকার ধারণ করে।

কিছু গ্যালাক্সির পেছনের দৃশ্য এতটাই আকর্ষণীয় হয় যে দেখে মনে হবে কত সাধারণ এই মহাবিশ্ব।

গ্যালাক্সি গুলির একে অপরের প্রতি প্রবল শক্তির টানের ফলে নক্ষত্রদের গ্যালাক্সি পরিবর্তন করতে দেখা যাচ্ছে।

সময়ের সাথে ছোটো ছোটো গ্যালাক্সিগুলি বড় গ্যালাক্সির সাথে মিলিত হয়ে যায় চিরতরে।

গ্যালাক্সিদের সংঘর্ষ লাগার ফলে নতুন নতুন নক্ষত্রের সৃষ্টি হতে দেখা গেছে। এবং সংঘর্ষের স্থান আরও বেশি আলোকিত হতে দেখা গেছে।

এই ছবি গুলি বছরের পর বছর ধরে গ্যালাকটিক বিবর্তনের দৃশ্য তুলে ধরেছে।

গ্যালাক্সির সৌন্দর্য

নাসার এই শ্বাসরুদ্ধকর ছবিগুলি আমাদের বিশ্বের অবিশ্বাস সৌন্দর্য তুলে ধরেছে।

VIEW ALL

Read Next Story