লক্ষ্মীর কৃপা পেতে সন্ধ্যায় জ্বালান প্রদীপ।
তুলসীতলায় জল নিবেদন করলেও মেলে মায়ের কৃপা।
ভগবান বিষ্ণুর পূজা করলেও মেলে মা লক্ষ্মীর কৃপা।
ঘর রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, ছেটান গঙ্গাজল, জ্বালুন ধূপ-দীপ।
মা লক্ষ্মী শব্দ পছন্দ করেন না। তাই পায়ের আওয়াজ করে হাঁটা বা বাসনকোসনের ঝনঝনানি শব্দ করা থেকে বিরত থাকুন।
শঙ্খ মা লক্ষ্মীর খুব প্রিয়। মায়ের ছবি মূর্তি বা পটের কাছে রাখুন একটি শাঁখ।
ঝিনুকও রাখতে পারেন মায়ের কাছে। ঝিনুক মা লক্ষ্মীর প্রিয়।
মা লক্ষ্মীর নৈবেদ্যে সাদা কিছু নিবেদন করুন-- পায়েস, মাখন, মিছরি, সাদা বাতাসা, ছানা বা সাদা সন্দেশ ইত্যাদি।
মা লক্ষ্মী অপচয় পছন্দ করেন না। তাই খাবার বা অন্য কিছুই অপচয় করবেন না।