ফলহারিণী কালীপূজা

Soumitra Sen
Jun 05,2024

ফল অর্পণ

জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালীপুজো। দেবীকে ফল অর্পণ করা হয় এদিন।

কর্মফলের বিনাশ

ফলহারিণী কালীর বিশেষ রূপ। এই পুজো করলে অশুভ কর্মফলের বিনাশ হয়। পাপ ও মৃত্যুভয় থেকে মেলে মুক্তি।

অমাবস্যা তিথি

আজ, ৫ জুন সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু, এই তিথি শেষ হবে আগামীকাল ৬ জুন সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

রাতে পুজো

এই অমাবস্যা তিথিতে রাতে কালীপুজো হবে। আজ রাতে অমাবস্যা তিথিটি পাওয়া যাচ্ছে, তাই আজই ফলহারিণী কালীপুজো হবে।

সারদাদেবীর পুজো

এ দিনই মা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংস। এই কালীপুজো তাই ষোড়শী পুজো নামেও পরিচিত।

বাঙালিজীবনে

বাঙালিজীবনে তাই ফলহারিণী কালীপুজোর বিশেষ তাৎপর্য লুকিয়ে।

স্ত্রীকে পুজো

শ্রীরামকৃষ্ণ এই দিনেই তাঁর স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ-কল্যাণের জন্য।

ষোড়শী' পুজো

১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সারদাদেবীর পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজোর দিন মা সারদাকে "ষোড়শীরূপে" পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত।

বিশেষ ফল

এই কালীপুজোর কিছু নির্দিষ্ট মন্ত্র আছে। সেই সব মন্ত্র স্মরণ-মনন জপ-ধ্যান করলে এই তিথিতে বিশেষ ফল লাভ হয়।

VIEW ALL

Read Next Story