লাল গ্রহ দিবস

প্রতি বছর ২৮ নভেম্বর পালন করা হয় লাল গ্রহ দিবস।

রোমান দেবী

পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলকে 'রেড প্ল্যানেট' বা 'লাল গ্রহ' বলা হয়। ইংরেজিতে 'মার্স'। রোমান দেবীর নাম অনুসারে এই নাম রাখা হয়েছে।

কেন লাল?

মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড থাকায় এই গ্রহকে লাল দেখায়।

মেরিনার-৪

মঙ্গল গ্রহে অবতরণ করা প্রথম মহাকাশযান হল-- মেরিনার-৪।

মহাকাশযান

প্রায় ৮ মাস ঘোরার পরে নাসার এই মহাকাশযানটি ১৯৬৪ সালের ১৪ জুলাই প্রথম মঙ্গল গ্রহে 'পা' রাখে।

৬৮৭ দিন

মঙ্গল গ্রহে ২৪ ঘণ্টা ৩৭ মিনিটে এক দিন হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৬৮৭ দিন সময় লাগে।

উপগ্রহ

পৃথিবীর উপগ্রহ একটি, কিন্তু মঙ্গলের উপগ্রহ দু'টি-- 'ফোবোস' ও 'ডিমোস'।

মাধ্যাকর্ষণ শক্তি

মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে তিন গুণ কম।

বাতাস

মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর চেয়ে হালকা। এই গ্রহে অক্সিজেন নেই বললেই চলে। তার বদলে আছে কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন ও আর্গন।

ঋতু পরিবর্তন

পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তন হয়।

VIEW ALL

Read Next Story