প্রতি বছর ২৮ নভেম্বর পালন করা হয় লাল গ্রহ দিবস।
পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলকে 'রেড প্ল্যানেট' বা 'লাল গ্রহ' বলা হয়। ইংরেজিতে 'মার্স'। রোমান দেবীর নাম অনুসারে এই নাম রাখা হয়েছে।
মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড থাকায় এই গ্রহকে লাল দেখায়।
মঙ্গল গ্রহে অবতরণ করা প্রথম মহাকাশযান হল-- মেরিনার-৪।
প্রায় ৮ মাস ঘোরার পরে নাসার এই মহাকাশযানটি ১৯৬৪ সালের ১৪ জুলাই প্রথম মঙ্গল গ্রহে 'পা' রাখে।
মঙ্গল গ্রহে ২৪ ঘণ্টা ৩৭ মিনিটে এক দিন হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৬৮৭ দিন সময় লাগে।
পৃথিবীর উপগ্রহ একটি, কিন্তু মঙ্গলের উপগ্রহ দু'টি-- 'ফোবোস' ও 'ডিমোস'।
মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে তিন গুণ কম।
মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর চেয়ে হালকা। এই গ্রহে অক্সিজেন নেই বললেই চলে। তার বদলে আছে কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন ও আর্গন।
পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তন হয়।