কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আমরা কম-বেশি সবাই পরিচিত।

Debasmita Das
Apr 02,2024


বাস্তবে যা হয়তো কোনওদিন সম্ভব নয়, তা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করে থাকি।


ইতোমধ্যেই এপ্রিলের শুরু থেকেই তীব্র গরম পড়ে গিয়েছে। সঙ্গে অসহ্য অস্বস্তি।


এই গরমের মাঝেই চোখে পড়ল মন শান্ত করা ছবি।


লিঙ্কড ইনে সাহিদ শেখ নামে এক ব্যক্তি এআই দিয়ে তৈরি কিছু ছবি পোস্ট করেন।


তিনি ক্যাপশনে লেখেন, 'প্যারালাল ইউনিভার্সে গরমকাল'।


ছবিগুলি পোস্টের সঙ্গে সাহিদ এ-ও জানিয়েছেন যে, ছবিগুলি বিনোদনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। ছবিগুলি সম্পূর্ণ কাল্পনিক। এবং কোনও জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্য নেই।


ছবিগুলির মধ্যে একটিতে দেখা গিয়েছে, বরফ জমা স্কুটি চালাচ্ছে এক তরুণী।


আবার অন্য একটিতে দেখা গিয়েছে, সারা গায়ে ফ্যান লাগিয়ে ঘুরছে এক ব্যক্তি।


আর এক ছবিতে দেখা যাচ্ছে, একজনের পায়ে জুতো উপরে মিনি এসি লাগানো আছে।

VIEW ALL

Read Next Story