ম্য়াকুয়ারি আইল্য়ান্ড

প্রশান্ত মহাসাগরের নিরালা এই দ্বীপ। অবস্থান-- নিউ জিল্যান্ড ও আন্টার্কটিকার মধ্যে। দ্বীপটির বিশেষত্ব হল এখানের প্রধান বাসিন্দা প্রায় ৪০ লক্ষ পেঙ্গুইন ।

ডুইকের

প্রায় ৬ হাজার সিল মাছ বাস করে সাউথ আফ্রিকার ডুইকের আইল্য়ান্ডে। এই দ্বীপটি তাই সিল আইল্য়ান্ড নামেও পরিচিত ।

আইনোশিমা

জাপানে অবস্থিত এই দ্বীপ বিড়াল দ্বীপ নামেই পরিচিত। জনসংখ্য়া কম হওয়ায় এখানকার বিড়ালরা স্বাধীন ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়। আর তাদের সংখ্যা বসবাসকারী মানুষের থেকে আদপেই কম নয়।

অ্যাসাটেগ

বন্য ঘোড়া এবং প্রচুর পাখির রাজত্ব এখানে। আমেরিকার লেইজার ম্যাগাজিন প্রথম এই বন্য ঘোড়ার কথা সামনে আনে।

বিগ মেজর কে

এই দ্বীপ শূকর দ্বীপ নামে পরিচিত। মানে, পাতি শুয়োরের দ্বীপ! বালিতে মোড়া এই দ্বীপে পর্যটকরা অর্থের বিনিময়ে নাদুসনুদুস শুয়োরদের সাঁতার দেখে।

মিয়াজিমা

জাপানের ডিয়ার দ্বীপ নামে পরিচিত । ১০০০ শিকা হরিণের বসবাস এখানে। পর্যটকরা হরিণ দেখার জন্য় ভিড় জমায়।

অকুনোসিমা

কয়েক হাজার বন্য় খরগোশের বাস জাপানের এই দ্বীপে।স্বাধীন ভাবে তারা এই দ্বীপে ঘুরে বেড়ায়।

কুয়াই

হাওয়াই দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটি ভ্রমণপ্রিয় মানুষজনের কাছে খুবই আকর্ষণীয়।এই দ্বীপে প্রায় হাজারটি বন্য় মুরগির বাস ,তাদের সৌন্দর্য চোখে পড়ার মতো।

VIEW ALL

Read Next Story