তাঁকে সবাই চেনে, ছোট থেকে বড় সবার পরিচিত মুখ।

প্রথম থেকেই ছকভাঙা পোশাক-পরিচ্ছদের কারণে সকলের কাছে চর্চিত তিনি

তবে তাঁর ছকভাঙা পোশাকের কারণে বারবার তাঁকে নানান কুমন্তব্যের সম্মুখীন হতে হয়।

তিনি একতা কাপুরের প্রযোজনায় 'বড়া ভাইয়া কি দুলহানিয়া' সিরিজে অবনীর চরিত্রে অভিনয় করার সুবাদে জনপ্রিয়তা পান

তবে ২০২১ সালে সলমান খান পরিচালিত বিগবস ওটিটি টু তাঁকে পরিচিতির শিখরে পৌঁছে দেয় ।

বিখ্যাত চরিত্র ছোটা পণ্ডিত-এর মতো সাজার পর তাঁকে শুনতে হয় একের পর এক মৃত্যুর হুমকি।

পরিচিত মানুষদের থেকে পান ধর্ষণের হুমকিও।

তাঁর বিতর্কিত পোশাক বা সাজসজ্জার কারণে তাঁকে মুম্বই পুলিশ গ্রেফতারও করে

যদিও এসবে কিছুই যায় আসে না উরফির, তাঁর মতে যাদের দিকে কেউ তাকায় না, তারাই তাঁকে হুমকি দেয় পরিচিতি পাওয়ার জন্য।

কোনও কিছুতেই দমতে নারাজ উরফি, সব চোখরাঙানি 'বাকওযাস' বলে উড়িয়ে নিজের শর্তেই বাঁচতে চান তিনি

VIEW ALL

Read Next Story