বেসিল

বেসিল পাতার গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এই গাছ বাগানে কিংবা বাড়ির ভিতরে প্রাকৃতিক প্রতিরোধক হিসাবে লাগানো যেতে পারে।

ক্যাটনিপ

ক্যাটনিপ এক ধরণের ভেষজ উদ্ভিদ। এতে নেপেটাল্যাকটোন নামক একটি যৌগ থাকে যা মশা তাড়ানোর জন্য আদর্শ।

রোজমেরি

রোজমেরির সুগন্ধ এবং উগ্র গন্ধ মশাকে তাড়াতে সাহায্য করবে।

পুদিনা

ভেষজ উপাদান হিসাবে পুদিনা পাতা পরিচিত। এর তীব্র গন্ধ মশারা সহ্য করতে পারে না। ফলে এই গাছকে মশা তাড়ানোর এক অন্য রকম কার্যকরী উপাদান হিসাবে ধরা হয়।

লেমন বাম

লেমন বাম গাছের পাতায় লেবুর মতো গন্ধ ছাড়ে। এই ভেষজ গাছ মশা তাড়াতে সাহায্য করে।

সিট্রোনেলা

সিট্রোনেলা গাছ মশা তাড়ানোর জন্য আদর্শ। মশা তাড়ানোর জন্য তৈরি মোমবাতি এবং তেল বানানোর জন্য এই গাছ কাজে লাগে।

গাঁদা

গাঁদা ফুলে পাইরেথ্রাম যৌগ থাকে, যা পোকামাকড় তাড়াতে সাহায্য করে।

ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার গাছ যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর এর গন্ধ। তাই ঘরের সৌন্দর্য বজায় রাখতে এবং মশার হাত থেকে রেহাই পেতে এই গাছ বাড়িতে লাগাতে পারেন।

চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা গাছে পাইরেথ্রিন থাকে, যা মশার হাত থেকে রেহাই পেতে সাহায্য করবে।

VIEW ALL

Read Next Story