বিশ্ব AIDS দিবস

আজ ১ ডিসেম্বর, বিশ্ব AIDS দিবস। প্রতিবছর ডিসেম্বরের ১ তারিখ পালন করা হয় এই দিনটি।

নিরাময়যোগ্য

এই নিরাময়যোগ্য রোগ সারানোর উদ্দেশ্যে এবং যাঁরা এই রোগে আক্রান্ত তাঁদের পাশে দাঁরানোর জন্য পালন করা হয় এই দিনটি।

সর্বপ্রথম

সর্বপ্রথম ১৯৮৮ সালে HIV/AIDS রোগীদের পাশে দাঁরানোর জন্য এই দিনটি পালন করা শুরু হয়।

ভুল ধারণা

গত ৩৫ বছরে এই রোগ নিয়ে মানুষের ধারণা অনেকাংশে উন্নত হলেও, এখনও বহু ক্ষেত্রে ভুল ধারণা রয়ে গিয়েছে। নিজের ভুল ভাঙতে জেনে নিন এই রোগের সম্পর্কে।

মারণরোগ

অনেকেই মনে করেন, কাশি বা ছোঁয়া থেকেই হতে পারে এই মারণরোগ। কিন্তু সেরম কিছুই হয় না। এই ভাইরাসটি শুধুমাত্র তখনই ছড়াতে পারে যখন ত্বকে ক্ষত থাকে।

HIV আক্রান্ত রোগী

অনেকেই মনে করেন এই রোগ হলে ২-৩ মাসের মধ্য়েই রোগী মারা যাবে। কিন্তু ঠিক মতো চিকিৎসা পেলে HIV আক্রান্ত রোগীও সাধারণ ভাবেই জীবনযাপন করতে পারে।

ইনফেকশন

HIV আসলে সেই ইনফেকশন যা থেকে AIDS হয়। কিন্তু তার মানে এটা নয় যে HIV আক্রান্ত হলেই AIDS হবে। ওষুধের সাহায্য়েই HIV ইনফেকশন সারানো সম্ভব।

সম্ভাবনা

HIV পজিটিভ মহিলার সন্তানও যে HIV পজিটিভ হবে সেরম কোনও কথা নেই। এরকম হওয়ার সম্ভাবনা থাকে মোট ২ শতাংশ বা তারও কম।

খাবারের মাধ্যমে

HIV পজিটিভ ব্যাক্তির হাতের বানানো খাবার খেলে যে, আপনিও HIV পজিটিভ হয়ে যাবেন সেরম কোনও ব্যাপার নেই। HIV কখনই খাবার ভাগ করলে ছড়ায় না।

VIEW ALL

Read Next Story