নিজের সম্পর্কে সত্যি বলুন। নিজের হবি ও পছন্দের বিষয় খোলাখুলি লিখুন।
আকর্ষণীয় ছবি দিন। মাঝে মাঝেই নিজের নতুন নতুন ছবি আপডেট করুন।
নিজের এডুকেশন কোয়ালিফিকেশন ও কেরিয়ারকে গুরুত্ব দিয়ে তুলে ধরুন।
ম্যাট্রিমনি প্রোফাইলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিটেইলস থাকা খুবই বাঞ্চনীয়।
প্রোফাইল যেন কোনও ভুল না হয়। নিঁখুত থাকে প্রোফাইল। তাই বার বার প্রোফাইলটি পড়ে নিশ্চিত হোন।
ম্যাট্রিমনি প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলতে দ্বিতীয় মতামত নিতেই পারেন। দরকারে অন্য প্রোফাইল দেখেও আইডিয়া নিতে পারেন।
ম্যাট্রিমনি প্রোফাইলে কারও সঙ্গে কথোপকথনের সময় আত্মকেন্দ্রিক হবেন না।
ম্যাট্রিমনি প্রোফাইলে যার সঙ্গে কথা বলছেন তাঁর পছন্দকেও গুরুত্ব দিন। অযথা হাই এক্সপেকটেশন রাখবেন না।
ম্যাট্রিমনি প্রোফাইলে একদিনেই রাতারাতি মনের মত সঙ্গী পেয়ে যাবেন না। তাই আশা হারাবেন না। এটা একটা প্রসেস।