সুন্দর হওয়ার সহজ উপায়

সুন্দর হওয়ার জন্য পেটের মেদ কমিয়ে ফেলুন। তার জন্য ১০টি সহজ উপায় জানাবো আমরা।

সাইক্লিং

সাইক্লিং একটি খুবই কার্যকারি শরীরচর্চা যা আপনার শরীরের মধ্যাংশের মেদ কমায়।

ক্রাঞ্চেস

পেটের মেদ কমানোর জন্য সবথেকে কার্যকারি শরীরচর্চা হলো এটি। সাথে অ্যবস বানাতেও সাহায্য করে এই শরীরচর্চা।

লাঞ্জেস

এটি সাহায্য করবে আপনার শরীরের নিম্নাংশ এবং পেটের মেদ কমাতে ।

স্কোয়াটস

যদি ওজন কমানোর ব্যাপারে আপনি সিরিয়াস হয়ে থাকেন, তবে এই শরীরচর্চা আপনার অবশ্যই করা উচিৎ।

ওয়াকিং

সারা শরীরের ওজন কমাতে এটিই সবথেকে উপযুক্ত ।

জাম্পিং জ্যাক

এই শরীরচর্চা, অন্য সবগুলির থেকে একটু কঠিন। তবে এর কার্যকারিতাও বেশী।

স্কোয়াটস জাম্প

সাধারণ স্কোয়াটসের থেকে, এই স্কোয়াটস কিছুটা কঠিন। শরীরের নিম্নাংশের মেদ কমানোর এই শরীরচর্চা, সাহায্য করে পেটের মেদ কমাতেও।

জুম্বা

যাদের কাছে শরীরচর্চা একটা শাস্তি, তারা উপভোগ করতে পারেন জুম্বা।

রানিং

ওয়াকিং এর মতো এই শরীরচর্চাও পারে আপনার ওজন কমাতে।

VIEW ALL

Read Next Story