মেষ

এই রাশির জাতকেরা যে কোন জিনিস খুবই ব্যক্তিগত ভাবে নিয়ে ফেলেন এবং এঁরা অল্পতেই রেগে যান।

বৃষ

এই রাশির জাতকেরা সাধারণত জেদি হয়। ফলত এঁরা কোনো কিছুতে আপস করেন না।

মিথুন

এই রাশির মানুষেরা কথায় কথায় বিতর্কে জড়িয়ে পড়েন।

কর্কট

এই রাশির মানুষেরা, অন্যের দুর্বলতা ধরে ফেলেন, যার ফলে এরা অন্যকে উত্ত্যক্ত করেন সহজেই।

সিংহ

মধ্যমণি হওয়ার জন্য, এই ধরনের মানুষেরা মিথ্যে বলতেও ভয় পায় না।

কন্যা

এই রাশির মানুষেরা, সর্বক্ষেত্রে মনে করেন, যে এঁরাই সেরা।

তুলা

এই রাশির মানুষের কূটনৈতিক মনোভাবই এঁদের সবথেকে খারাপ দিক।

বৃশ্চিক

অন্যের গোপনীয়তাকে খুঁচিয়ে বের করতে এই রাশির মানুষেরা পিছপা হন না।

ধনু

এই রাশির উত্ত্যক্ত দুঃসাহসিক মনোভাবই তাঁদের বিপদে ফেলে।

মকর

লক্ষ্যে পৌঁছনোর জন্য, এই রাশির মানুষেরা যে কোনও পথই অনুসরণ করতে পারেন।

কুম্ভ

এই রাশির মানুষ নিজের দোষ কখনই মেনে নেয় না। ফলত সহজেই বিতর্কে জড়িয়ে পড়েন।

মীন

এই রাশির জাতকদের ব্যাক্তিত্ব এবং রুচিবোধ, অন্যের সাথে কথপোকথনে সমস্যার সৃষ্টি করে।

VIEW ALL

Read Next Story