বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল জামাইষষ্ঠী।
ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। তবে কী করে এই উৎসব পালন করা শুরু হল।
জানা গিয়েছে, এক সময় মেয়ের বিয়ের পর যতদিন না পর্যন্ত সে সন্তানের জন্ম দেয়, ততদিন বাবার বাড়িতে আসকে পারত না।
জামাইষষ্ঠী হিসাবে জৈষ্ঠ্য মাসের শুক্লা ষষ্ঠীকেই বেছে নেয় মেয়ের মায়েরা।
এই বিশেষ প্রথার মাধ্যমে মা জামাই সহ মেয়েকে নিমন্ত্রণ করা শুরু করে। যাতে মেয়ের সঙ্গে দেখা করতে পারে।
এছাড়াও এই দিন মা ষষ্ঠীকে পুজো করে খুশি করতেন মেয়ের মায়েরা।
মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ জামাইষষ্ঠী।
এই দিনে জামাইকে আদর করে নানা পদ খাওয়ানোর রীতি রয়েছে৷
এবছর ১২ জুন বুধবার পড়েছে জামাইষষ্ঠী।