গাছের গুঁড়ি

অনেক সময় আমরা গাছের গুঁড়ি রং করা অবস্থায় দেখি। রং করলে গাছের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়।

সাদা রং

গাছের গোড়ায় সাধারণত সাদা রং করা হয়ে থাকে।

কারণ

গাছের গুঁড়িতে সাদা রং করার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও।

চুনের প্রলেপ

এই সাদা রং আসলে চুনের প্রলেপ। জানা গিয়েছে, চুনের এই প্রলেপ গাছকে সুরক্ষা দেয়।

চুনের প্রলেপ

চুন দিয়ে রং করলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ অবধি পৌঁছে যায়। শুধু তাই নয়, এর ফলে গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করতে পারে না।

উইপোকা

এমনকি চুনের প্রলেপের ফলে গাছের গোড়ায় উইপোকা বাসা বাঁধতে পারে না।

গাছের বাকল

বিশেষজ্ঞদের মতে, গাছের গায়ে চুন দিয়ে রঙ করলে গাছের বাকল ভালো থাকে। গাছ আরও মজবুত হয়।

সূর্যের রশ্মি

কর্নেল ইউনিভার্সিটি গবেষকরা জানিয়েছেন যে গাছে সাদা রং করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে গাছের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যায়।

যানবাহন

এছাড়া যানবাহন যাতায়াতের সুবিধার্থে রাস্তার ধারে থাকা গাছগুলোকে সাদা রং করা হয়। যাতে রাস্তায় স্ট্রিট লাইট না থাকলেও গাছগুলো চোখে পড়ে।

VIEW ALL

Read Next Story