সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, আগ্রার তাজমহলও আছে এই তালিকার শুরুতেই।
কর্ণাটকের পাত্তাদাকালের বেশ কিছু স্মারকস্তম্ভও আছে এই তালিকায়।
কর্ণাটকের পাত্তাদাকালের মতো মধ্যপ্রদেশের খাজুরাহোর বেশ কিছু স্মারকস্তম্ভও আছে এই তালিকায়।
দিল্লি থেকে বেশ কিছু জায়গা আছে এই তালিকায়। তার মধ্যে একটি দিল্লির কুতুব মিনার।
তালিকায় আছে মহারাষ্ট্রের অজন্তা-ইলোরা গুহাও।
দিল্লির লাল কেল্লাও ইউনেসকো হেরিটেজ সাইটের তালিকায় পড়ে।
পশ্চিম বাংলার সুন্দরবন জাতীয় উদ্যান আছে এই তালিকায়।
উড়িষ্যার কোনারকের সূর্য্য মন্দিরও জায়গা করে নিয়েছে এই তালিকায়।
উত্তরাখন্ডের নন্দাদেবী মন্দির আছে এই তালিকার নয় নম্বরে।
তালিকার শেষে আছে দিল্লির হুমায়ুন টোম্ব।