মাত্র ১০ বছর বয়সে বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন অমরজিৎ। বয়সের নিরিখে তিনি হয়ে ওঠে সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার।
অমরজিৎ ২০০৬-২০০৭ সালের মধ্যে ৩ জন শিশুকে হত্যা করেছে।
বিহারের বেগুসারায় অঞ্চলে, মুসারি গ্রামে ১৯৯৮ সালে জন্ম হয়েছিল অমরজিৎ।
অমরজিতের বাবা-মা ছিলেন গরিব মজুর।
অমরজিতের প্রথম শিকার ছিল তাঁর ৬ বছর বয়সি তুতো বোন, যাকে সে পিটিয়ে হত্য়া করে।
প্রথম খুনের ঘটনা পুলিসের কাছে জানায়নি তাঁর বাবা-মা। সদা সেই একই বছরে তাঁর আট মাস বয়সী বোনকে শ্বাসরোধ করে খুন করে।
সদার পরের শিকার ছয় মাস বয়সি খুশবু, যাকে সে ইট দিয়ে আঘাত করে, গলা টিপে খুন করে এবং তারপর তাকে পুঁতে দেয়।
এরপর ভগলপুর পুলিস স্টেশনে জিজ্ঞাসাবাদ চলাকালীন সে ক্রমাগত বিস্কুট চাইতে থাকে।
মনোবিজ্ঞানীর মতে,সদা এমন একজন মানসিক রোগী যে, অন্য মানুষকে আঘাত করে আনন্দ পায়।
২০১৬ তে সদাকে জুভেনাইল হোমে রাখা হয়েছিল। ১৮ বছর বয়সে সেখান থেকে তাঁকে ছাড়া হয়।
বর্তমানে সদার বয়স ২৭। এছাড়া তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি।