রাজস্থানে পুরো দমে চলছে ভোট প্রচার। তারই মধ্যে এক প্রচারকারী কাড়ল সকলের নজর। তিনি কিনা প্রচার করার সময়ই রোগী চিকিৎসা করছেন।
আসলে এই প্রার্থী পেশায় একজন ডাক্তার। প্রার্থী হওয়ার পরও তিনি তাঁর ধর্মকে ভোলেননি।
প্রার্থীর নাম ডা. দীপক ঘোগরা। ইনি রাজস্থানের দুঙ্গারপুর আসন থেকে ভোটে লড়ছেন।
ডা. দীপক ঘোগরা ভারতীয় ট্রাইবাল পার্টির (বিটিপি) প্রার্থী। ভোট প্রচারের পাশাপাশি তিনি তাঁর রোগীদের অষুধ দিতে ভোলেননি।
শুধু তাই নয় ডা. দীপক প্রচারের সময় গলায় স্টেথোস্কোপ পরে বেরিয়েছেন। এবং রোগী দেখা মাত্রই তার নাড়ি পরীক্ষা শুরু করে দেন।
তিনি জানান, তিনি রোগীদের ছেড়ে যেতে পারবেন না। সেইজন্য তিনি তাঁর সমস্ত ডাক্তারী সরঞ্জাম সঙ্গে নিয়ে বেরোন।
ডা. দীপক ঘোগরার পক্ষে ভোটের এই লড়াই সহজ ছিল না। এজন্য তাঁকে হাইকোর্টে দারস্থ হতে হয়েছে। আদালতের অনুমতি নিয়েই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসলে দীপক একজন সরকারী ডাক্তার। যে কারণে তাঁর নির্বাচনে দাঁড়ানো নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আদালতে অনুমতির পরই তিনি নির্বাচনে অংশ নেন।
ডা. দীপক ঘোগরা যদি নির্বাচনে হেরে যান তাহলে তিনি তাঁর চাকরীতে ফিরে যেতে পারবেন।