ঘি খাওয়ার বেশ কিছু গুণাগুণ আছে। বিশেষ করে ত্বকের জন্য ঘি খুবই ভালো। জেনে নিন ঘি ভালো ত্বক পেতে কীভাবে সাহায্য করে।
খাবারের সঙ্গে ঘি খেলে, তা আপনার ত্বক নরম করে। পাশাপাশি ঘি আপনার ত্বককে হাইড্রেটেড করে।
আপনি যদি মেক আপ ছাড়াই, ন্যাচারাল ভাবে সুন্দর হতে চান তবে ঘি আপনাকে এই কাজে সাহায্য করে।
ত্বকে কোনও রকম কালো দাগ থাকলে, ঘি খেলে সেই দাগ সহজেই চলে যাবে।
সামনেই শীত, ত্বক এই সময় শুষ্ক হয়ে যায়। ঘি আপনার ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য় করে।
গলা খুশখুশ, ঠান্ডা লাগা থেকে বাঁচতে গরম দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন।
ত্বকের পাশাপাশি শীতে আমাদের ঠোঁটও শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফাটার সমস্যা থেকেও ঘি আপনাকে রক্ষা করবে।
চোখের তলায় কালো দাগ বা চলতি ভাষায় ডার্ক সার্কেল কমাতেও ঘি সাহায্য করে।
শরীরে কোনও রকম ছোট ক্ষতের সৃষ্টি হলে সেই সমস্য়া থেকেও ঘি আপনাকে বাঁচাবে।