উত্তরভারত তো বটেই বাংলাতেও এই গ্রীষ্মে তাপমাত্রা চরমে উঠেছিল। রাজধানীর কাছে মঙ্গেশপুরাতে তাপমাত্র পৌঁছেছিল ৫২.৩ ডিগ্রিতে।
দিল্লির মঙ্গেশপুরায় এবার গরমে তাপমাত্রা উঠেছিল ৫২.৩ ডিগ্রি। রাজধানীতেই যদি এই অবস্থা হয় তাহলে রাজস্থান কী অবস্থা তা আম্দাজ করাই যায়।
মঙ্গেশপুরার আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজস্থানের ফালডিতে, ৫১ ডিগ্রি। এই গরমে এটি ছিল একেবারে গরম উনুন।
হরিয়ানার সিরসায় এবার তাপমাত্রা উঠেছিস ৫০.৩ ডিগ্রি। এমন তাপমাত্র অনকদিন দেখেনি এলাকার মানুষন।
মধ্যপ্রদেশের গোয়ালিয়ে গতকাল তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। পরিস্থিতি এমনই যে মানুষজন বাইরে বের হতে পারছিলেন না।
দিল্লির নাকের ডগায় নারেলা এবার ফুটেছে গরমে। তাপমাত্র উঠেছি ৪৭.৯ ডিগ্রি।
রোহতকের তাপমাত্র উঠেছি ৪৭.৭ ডিগ্রি। এমনিতেই তাপমাত্র বেশি থাকে। তবে এবার গরম যেন অসহ্য।
রাজস্থানেরএই জায়গাটির এবার তাপমাত্র উঠেছিল ৪৭.৪ ডিগ্রি।
রাজস্থান এমনিতেই গরম। বিকানের বরাবরই উত্তপ্ত থাকে। এবার বিকানেরের তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি।