বাড়িতে যদি একাধিক ফাঁক-ফোঁকর থাকে, তাহলে এসিকে ঠান্ডা তাপমাত্রা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হয়।
এসির ভিতর আটকে থাকা বা নোংরা এয়ার ফিল্টার ঠান্ডা হাওয়াকে সীমাবদ্ধ করে, যা এসিকে দুর্বল করে দেয়।
পুরনো এয়ার কন্ডিশনার ইউনিটগুলি বা যেগুলিকে ঠিকভাবে যত্ন করা হয়া না, সেগুলি প্রায়শই কম দক্ষতার সঙ্গে কাজ করে।
দিনের বেলা ওভেন, স্টোভ, ড্রায়ার জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করলে ঘর বেশি গরম হয়ে যায়। ফলে এসি নিজের শক্তি বেশি খরচ করে।
থার্মোস্ট্যাট খুব কম সেট করলে সেটি একটানা চলতে পারে। সাধারণত এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস রাখাই আদর্শ।
নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এসির দক্ষতা কমতে শুরু করে।
তীব্র গরমে এসির ব্যবহারে ঘরে ঠান্ডা করার জন্য সেটিকে অনেক বেশি খাটতে হয়। ফলে অতিরিক্ত এনার্জির জন্য বিলও চড়চড় করে বাড়তে থাকে।