বিদ্যুৎ বিলে পকেট ছেঁদা? AC চালালেই কেন এত জ্বালা!

এসি

বাড়িতে যদি একাধিক ফাঁক-ফোঁকর থাকে, তাহলে এসিকে ঠান্ডা তাপমাত্রা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হয়।

নোংরা এয়ার ফিল্টার

এসির ভিতর আটকে থাকা বা নোংরা এয়ার ফিল্টার ঠান্ডা হাওয়াকে সীমাবদ্ধ করে, যা এসিকে দুর্বল করে দেয়।

পুরনো বা অদক্ষ ইউনিট

পুরনো এয়ার কন্ডিশনার ইউনিটগুলি বা যেগুলিকে ঠিকভাবে যত্ন করা হয়া না, সেগুলি প্রায়শই কম দক্ষতার সঙ্গে কাজ করে।

ঘন ঘন ব্যবহার

দিনের বেলা ওভেন, স্টোভ, ড্রায়ার জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করলে ঘর বেশি গরম হয়ে যায়। ফলে এসি নিজের শক্তি বেশি খরচ করে।

ভুল থার্মোস্ট্যাট সেটিংস

থার্মোস্ট্যাট খুব কম সেট করলে সেটি একটানা চলতে পারে। সাধারণত এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস রাখাই আদর্শ।

যত্নের অভাব

নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এসির দক্ষতা কমতে শুরু করে।

বাইরে অতিরিক্ত তাপমাত্রা

তীব্র গরমে এসির ব্যবহারে ঘরে ঠান্ডা করার জন্য সেটিকে অনেক বেশি খাটতে হয়। ফলে অতিরিক্ত এনার্জির জন্য বিলও চড়চড় করে বাড়তে থাকে।

VIEW ALL

Read Next Story