শিয়রেই পরবর্তী হিটওয়েভ

৪৫ ডিগ্রি সেলসিয়াস

এবার মে মাসের মাঝামাঝি সময়ে উত্তর ভারতের কিছু কিছু অংশে পড়েছিল ভয়ংকর গরম। বইছিল হিটওয়েভ। প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বহু জায়গায়।

নাভিশ্বাস

গরমে হাঁসফাঁস করেছে গোটা দেশ। বাংলায় তো নাভিশ্বাস উঠছে প্রায় প্রতিদিনই।

লংগেস্ট স্পেল

এক শীর্ষ আবহাওয়াবিদ জানাচ্ছেন, যে গরমের মধ্যে দিয়ে দেশ এল সেটিই এখনও পর্যন্ত হিটওয়েভের লংগেস্ট স্পেল ছিল!

উষ্ণ ২৪

এই লংগেস্ট হিটওয়েভ স্পেলটি ছিল টানা ২৪ দিনের!

দহনে বৃষ্টি

দেশের কোনও কোনও অংশে বর্ষা এসে গিয়েছে। বাংলায় এখনও ঢোকেনি। তবে বর্ষা পুরোপুরি এসে গেলেই একমাত্র কমবে এই দহন।

বিশ্বে তৃতীয়

কেন ভারত এত উষ্ণ হয়ে উঠছে? জানা গিয়েছে, ভারত গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে!

'জিরো এমিশন'

এরকম চললে তো দেশ ক্রমে আগুনের কুণ্ড হয়ে উঠবে? হ্যাঁ, সেটা ভেবেই ঠিক করা হয়েছে, ২০৭০ সাল নাগাদ ভারত 'জিরো এমিশনে'র লক্ষ্য পূরণ করবে!

দিল্লিতে ৫৩

এবার দিল্লিতে তাপমাত্রা একদিন প্রায় ৫৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলেছিল! এবং বলা হচ্ছে, এটা ব্যতিক্রম কিছু নয়।

আরও তীব্র তাপপ্রবাহ

গবেষণা বলছে, বিপুল পরিমাণে নির্গলিত মিথেন, কার্বন মনোক্সাইড, ক্লোরোকার্বন আগামী দিনে আরও ঘন ঘন এরকম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে। যা আরও তীব্র হবে! সুতরাং শান্তি নেই!

VIEW ALL

Read Next Story