১৮৫৩ সালে ভারতীয়ও রেলওয়েতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় বরি বন্দর (মুম্বাই) এবং থানের থেকে।

১৭০ বছরে ট্রেন পরিষেবাগুলি শুধু বৃদ্ধিই পায়নি, হয়েছে উন্নত।

ভারতীয় রেলওয়ের বেশ কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে, তার মধ্যে সবথেকে ছোটো রুটের রেকর্ড ভারতের ঝুলিতেই ।

নাগপুর এবং আজনি (মহারাষ্ট্রে) র মধ্যে দূরত্ব মাত্র তিন কিলোমিটার ।

IRCTC-র কথা অনুসারে, নানারকম ক্লাসের টিকিট পাওয়া যায়, স্লিপার, AC-3, AC-2 । এই রুট সাধারণ মানুষের অত্যন্ত পছন্দের।

এবার আসা যাক টিকিটের কথায়, যেখানে সাধারণ টিকিট মুল্য ৬০ টাকা, সেখানে স্লিপার ক্লাসের টিকিটের দাম ১৪৫ টাকা থেকে শুরু।

যদি শীতাতপ নিয়ন্ত্রিত কামড়া বেছে নেন, তবে AC-3 টিকিটের দাম 505 টাকা, AC-2 টিকিটের দাম 710 টাকা।

মাত্র ৯ মিনিটের যাত্রাপথ, সবসময় ট্রেনটি থাকে ভর্তি ।

উল্লেখ্য, ১৮৫৩ সালে প্রথম ট্রেন বরিবন্দর এবং থানে চলাচল করেছিল ৩৪ কিলোমিটার। পরে ভারতীয়ও রেলপথ ছোট রেলপথটি আবিস্কার করেন, যার দূরত্ব ৩ কিমি, সময় লাগে ৯ মিনিট।

VIEW ALL

Read Next Story