জনসংযোগে মন রাহুলের

আসন্ন লোকসভা ভোটকে মাথায় রেখে জনসংযোগ বাড়াচ্ছেন রাহুল গান্ধী।

Anustup Roy Barman
Sep 28,2023

বিরোধী জোট

বিরোধী জোটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাহুলের।

মানুষের মাঝে রাহুল

যাত্রা চলাকালীন বহু মানুষের সঙ্গে দেখা করেন তিনি।

ভারত জোড়ো যাত্রা

কংগ্রেস লিখেছে, 'ভারত জোড়ো যাত্রা চলছে'।

কংগ্রেসের ট্যুইট

কংগ্রেস লিখেছে রাহুল গান্ধী ছুতোরদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের দক্ষতাগুলো কাছ থেকে জানার ও বোঝার চেষ্টা করেন।

ট্যুইট রাহুলের

ট্যুইটারে তিনি লিখেছেন, 'আমরা অনেক কথা বললাম, তাদের দক্ষতা সম্পর্কে কিছুটা জানলাম এবং কিছুটা শেখার চেষ্টা করলাম'।

কঠোর পরিশ্রমী

তিনি বলেন, কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি, তারা আশ্চর্যজনক ভালো শিল্পী - শক্তি এবং সৌন্দর্য খোদাই করার বিশেষজ্ঞ!

কীর্তিনগরে রাহুল

বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম ফার্নিচার মার্কেটে গিয়ে ছুতোরদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী।

VIEW ALL

Read Next Story