লোকসভা নির্বাচনের প্রার্থীদের প্রথম তালিকা নিয়ে জরুরি বৈঠক বিজেপির।
বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী।
মনে করা হচ্ছে, এপ্রিল বা মে মাসের প্রথম দিকেই লোকসভা ভোট হতে পারে ৷
সভায় যোগ দেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের মতো নেতারা।
এই বৈঠকে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন।
নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণার আগেই প্রথম তালিকা প্রকাশ করবে বিজেপি।
সূত্রের মতে, বিজেপি সম্ভবত উত্তর প্রদেশের যেসব জায়গায় তাদের দুর্বল আসন, সেখানে প্রার্থী ঘোষণা করবে।
গত সপ্তাহে, অমিত শাহ, জেপি নাড্ডা এবং যোগী আদিত্যনাথ সহ বিজেপির শীর্ষ নেতারা উত্তর প্রদেশের যে আসনগুলিতে খারাপ ফল করেছিল, সেই নিয়ে বৈঠক করেন।