অলিম্পিক্সের মাঠ কাঁপাতে নামছেন কলকাতার ছেলে!

Debasmita Das
Jul 27,2024

অলিম্পিক্স ২০২৪

শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স। এবারের মহাযুদ্ধে নামতে চলেছেন কলকাতার ছেলে।

অনুশ আগরওয়াল

অলিম্পিকের মঞ্চে ইকুয়েস্ট্রিয়ানে অংশগ্রহণ করবেন অনুশ আগরওয়াল। তিনি কলকাতার বালিগঞ্জের বাসিন্দা।

ঘোড় দৌড়

ঘোড়ায় চড়ে দেশের হয়ে লড়বেন অনুশ।

ড্রেসেজ ইভেন্ট

২৭ জুলাই, শনিবার ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নামতে চলেছেন তিনি।

অনুশ আগরওয়াল

লড়াইয়ে নামার আগে তিনি জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে এই প্রথমবার অংশগ্রহণ করছেন তিনি।

অনুশ আগরওয়াল

তবে এর আগে তিনি ফ্রান্সে রাইড করেছেন, যার অভিজ্ঞতাই এখানে কাজে লাগাতে চলেছেন।

ঘোড়া

অনুশ এশিয়ান গেমসে এট্রো নামক একটি ঘোড়া নিয়ে পারফর্ম করেছিলেন। পদকও জিতেছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন অলিম্পিকে তাঁর সঙ্গী হবে স্যর ক্যারামেলো ওল্ড।

অনুশ আগরওয়াল

সেই মতই প্যারিসে ক্যারামেলোকে নিয়েই অলিম্পিক্সের মাঠে নামতে চলেছেন তিনি।

অনুশ আগরওয়াল

বর্তমানে অনুশ পাকাপাকিভাবে জার্মানির বাসিন্দা। জানা গিয়েছে, গত ৭ বছরের বেশি সময় ধরে তিনি সেখানে রয়েছেন।

এশিয়ান গেমস

এশিয়ান গেমসে ড্রেসেজের টিম ইভেন্টে সোনা, ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ রয়েছে অনুশের ঝুলিতে।

VIEW ALL

Read Next Story