শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স। এবারের মহাযুদ্ধে নামতে চলেছেন কলকাতার ছেলে।
অলিম্পিকের মঞ্চে ইকুয়েস্ট্রিয়ানে অংশগ্রহণ করবেন অনুশ আগরওয়াল। তিনি কলকাতার বালিগঞ্জের বাসিন্দা।
ঘোড়ায় চড়ে দেশের হয়ে লড়বেন অনুশ।
২৭ জুলাই, শনিবার ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নামতে চলেছেন তিনি।
লড়াইয়ে নামার আগে তিনি জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে এই প্রথমবার অংশগ্রহণ করছেন তিনি।
তবে এর আগে তিনি ফ্রান্সে রাইড করেছেন, যার অভিজ্ঞতাই এখানে কাজে লাগাতে চলেছেন।
অনুশ এশিয়ান গেমসে এট্রো নামক একটি ঘোড়া নিয়ে পারফর্ম করেছিলেন। পদকও জিতেছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন অলিম্পিকে তাঁর সঙ্গী হবে স্যর ক্যারামেলো ওল্ড।
সেই মতই প্যারিসে ক্যারামেলোকে নিয়েই অলিম্পিক্সের মাঠে নামতে চলেছেন তিনি।
বর্তমানে অনুশ পাকাপাকিভাবে জার্মানির বাসিন্দা। জানা গিয়েছে, গত ৭ বছরের বেশি সময় ধরে তিনি সেখানে রয়েছেন।
এশিয়ান গেমসে ড্রেসেজের টিম ইভেন্টে সোনা, ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ রয়েছে অনুশের ঝুলিতে।