দুরন্ত আশুতোষ

চলতি আইপিএলের এক ম্যাচে পাঞ্জাব কিংগস, গুজরাট টাইটানসকে ৩ উইকেটে হারিয়েছে।

Subhapam Saha
Apr 05,2024

দুরন্ত আশুতোষ

পাঞ্জাব কিংগসের এই জয়ে এক বিশাল অংশ জুড়ে আছে আশুতোষ শর্মার কৃতিত্ব।

দুরন্ত আশুতোষ

আশুতোষ শর্মা ১৭ বলে তিনটি ৪ এবং একটি ৬ মেরে ৩১ রান করে সকলের নজর কেড়েছে।

দুরন্ত আশুতোষ

কিন্তু কে এই আশুতোষ যে কিনা যুবরাজ সিংয়ের রেকর্ড পর্যন্ত ভেঙে ফেলেছেন, তা নিয়ে সকলেরই কৌতুহল।

দুরন্ত আশুতোষ

আশুতোষ এবং শশাঙ্ক সিংয়ের যৌথ প্রচেষ্টায় ২২ বলে তাঁরা ৪৩ রান করে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দুরন্ত আশুতোষ

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড় হলেন আশুতোষ।

দুরন্ত আশুতোষ

সৈয়দ মুশতাক আলী ট্রফির গত সিজনে অরুণাচল প্রদেশের বিপক্ষে ১১ বলে হাফ সেঞ্চুরি করছিলেন তিনি।

দুরন্ত আশুতোষ

আশুতোষ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ বলে ৫০ রান করে যুবরাজে সিংয়ের রেকর্ড ভেঙেছিলেন।

দুরন্ত আশুতোষ

এই ভারতীয় খেলোয়াড় মধ্যপ্রদেশের রতলাম জেলার বাসিন্দা, ২০২৪ সালে তাঁকে পাঞ্জাব কিংগস ২০ লক্ষ টাকায় কিনেছেন।

VIEW ALL

Read Next Story