রচনার বাজার-সংযোগ

বাজারে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। নিজের হাতে করলেন বাজারও।

SUDESHNA PAUL
May 08,2024

রচনার বাজার-সংযোগ

মল্লিক কাশেম হাটে যান রচনা। সেখানে মাছ-সবজি কেনেন।

রচনার বাজার-সংযোগ

কেনেন চিংড়ি। রচনা বলেন, চিংড়ি মাছ তাঁর বড়ই প্রিয়। কাতলা, মৌরলা মাছও কেনেন রচনা।

রচনার বাজার-সংযোগ

মাছ ছাড়া চলে না রচনার। যদিও সপ্তাহে ৩ দিন নিরামিষ খান তিনি।

রচনার বাজার-সংযোগ

রচনার প্রিয় পটল, ঢেঁড়সও। সব ধরনের সবজি খান তিনি।

রচনার বাজার-সংযোগ

তবে নিজে সব রান্না করতে পারেন না। সেক্ষেত্রে কাজের মাসি রান্না করে দেন।

রচনার বাজার-সংযোগ

আলু, পেঁয়াজ, আদা নানা ধরনের সবজি কেনেন রচনা।

রচনার বাজার-সংযোগ

বাজারে দিদি নম্বর ওয়ানকে দেখে অনেকে সেলফি তোলেন।

রচনার বাজার-সংযোগ

আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চুঁচুড়া কাঠগোলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনও করেন হুগলির তৃণমূল প্রার্থী।

VIEW ALL

Read Next Story