বাজারে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। নিজের হাতে করলেন বাজারও।
মল্লিক কাশেম হাটে যান রচনা। সেখানে মাছ-সবজি কেনেন।
কেনেন চিংড়ি। রচনা বলেন, চিংড়ি মাছ তাঁর বড়ই প্রিয়। কাতলা, মৌরলা মাছও কেনেন রচনা।
মাছ ছাড়া চলে না রচনার। যদিও সপ্তাহে ৩ দিন নিরামিষ খান তিনি।
রচনার প্রিয় পটল, ঢেঁড়সও। সব ধরনের সবজি খান তিনি।
তবে নিজে সব রান্না করতে পারেন না। সেক্ষেত্রে কাজের মাসি রান্না করে দেন।
আলু, পেঁয়াজ, আদা নানা ধরনের সবজি কেনেন রচনা।
বাজারে দিদি নম্বর ওয়ানকে দেখে অনেকে সেলফি তোলেন।
আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চুঁচুড়া কাঠগোলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনও করেন হুগলির তৃণমূল প্রার্থী।