সাইলেন্ট হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক হলে যে ধরণের লক্ষণ বোঝা যায়, এই সাইলেন্ট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটি বোঝা যায় না। নিঃশব্দেই আঘাত হানতে পারে এই ধরণের হার্ট অ্যাটাক।

Debasmita Das
May 08,2024

সাইলেন্ট হার্ট অ্যাটাক

এই ধরণের হার্ট অ্যাটাকে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।

সংকেত

তবে সাইলেন্ট হার্ট অ্যাটাকের আগেও শরীর কিছু সংকেত দেয়। জেনে নেওয়া যাক, কী এই সংকেতগুলি।

বুকে ব্যথা ও অস্বস্তি

হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ সংকেত বুকে ব্যথা। বুকের মাঝখানে ব্যথা, অস্বস্তি দেখা দিতে পারে। এছাড়াও অম্বল বা বদহজম সাইলেন্ট হার্ট অ্যাটাকের অন্যতম সংকেত।

ক্লান্তি

হার্টে সমস্যা থাকলে শরীরে এনার্জি কমতে শুরু করে। এই সমস্যা সাইলেন্ট হার্ট অ্যাটাকের আরেকটি সংকেত।

শ্বাসকষ্ট

শ্বাসকষ্ট সাইলেন্ট হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে। এতে কোনও কঠিন বা হালকা কাজ করতে গেলেও শ্বাস নিতে সমস্যা হয়।

মাথাব্যথা

একটানা সময় ধরে যদি মাথা ব্যথা থাকে। এর অর্থ হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। এটিও সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ।

বমি-বমি ভাব ও মাথা ঘোরা

ক্রমাগত বমি-বমি ভাব হার্টের ভালো না থাকার ইঙ্গিত দেয়। বিশেষ করে এর সঙ্গে মাথা ঘোরার সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে হার্টের রক্ত পাম্পিং ক্ষমতা কমে যায়।

অতিরিক্ত ঘাম হওয়া

শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরনোও হৃদযন্ত্রের সমস্যার লক্ষ্মণ। এমনকি শীতকালে ঘাম হতে পারে। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

VIEW ALL

Read Next Story