পাঁচলা জয়নগরের ১৬৯ ও ১৭০ নম্বর বুথ এলাকায় ভোট উৎসবের মাঝেই পিকনিকের আমেজ লক্ষ্য করা গেল।
জোট প্রার্থী, বিজেপি ও তৃণমূল প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে সকলের জন্যই দুপুরে এলাহী আয়োজন।
মুড়ি, আলুরদম, জল, বাতাসা ও বাচ্চাদের জন্য লজেন্স। লাইন দিয়ে ছোট থেকে বড় প্রত্যেকেই মুড়ি আলুরদম নিতে দেখা গেল।
সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পিকনিকের আমেজে ভোটদানে মেতে উঠেছেন। ভেট দিতে এসে ফেরার পথে খাবার পেয়ে খুশি সকলেই।
ওদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে লাঠিকে ভরসা করে প্রায় দু'ঘণ্টা হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে এলেন ৫৮ বছরের মহসিন সদ্দার।
পাঁচলা বিধানসভার হাকোলা উমেশচন্দ্র বিদ্যালয়ের ২৩৮ নম্বর বুথের ঘটনা।
চোর ধরো জেলে ভরো। পরের চোর কে? পাঁচলা জয়নগর এলাকায় ভোটের দিন চোখে পড়ল এই পোস্টার।
ভোটের দিন ভোট দিতে যাতায়াতের পথে জয়নগর জয়চন্ডীতলা এলাকায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।