হেলদি ফুড

ব্যালান্স ডায়েট খেতে হবে। খাবারে সবজি-ফল-মাছ রাখুন।

Sekender Abu Zafar
May 21,2024

বডি ওয়েট

বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে তা থেকে ডায়বেটিস হতে পারে। সেখান থেকে চেখের ক্ষমতা কমে যেতে পারে।

ডাক্তার

ঝাপসা দেখছেন, স্কুইন্ট আছে? স্কুলে বোর্ড দেখতে সমস্যা হলে যোগাযোগ করতে হবে চিকিত্সকের সঙ্গে।

চশমা

সমস্যা হলেই চশমা পড়ুন। চশমা সাফ রাখুন।

জীবাণু

চোখে হাত দেওয়ার আগে হাত পরিস্কার করুন। কনট্যাক্ট লেন্স খোলা বা পরার আগে ভালো করে হাত ধোন।

চোখ বাঁচাতে

কোনও কাজ করতে গেলে চোখ বাঁচাতে চশমা পড়ুন।

সানগ্লাস

চড়া রোদ থেকে বাঁচতে গগলস পরুন। চেষ্টা করুন এমন একটা গগলস পরতে যা ইউভি রে ঠেকাতে পারে।

২০/২০/২০ রুলস

খুব বেশি কমপিউটার কাজ করলে প্রতি ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।

স্মোকিং

স্মোকিংয়ের ফলে এমনকিছু সমস্যা হতে পারে চোখের ক্ষতি হতে পারে।

VIEW ALL

Read Next Story