সূর্যের ভূচৌম্বকীয় স্রোতের কবলে মাঝে-মাঝেই পড়ে এ বিশ্ব!
আজ, ৩০ জুলাইও তেমনই এক মাহেন্দ্রক্ষণ।
আজকের দিনের জন্য (৩০ জুলাই) জিওম্য়াগনেটিক স্টর্ম সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।
এই সতর্কতা জারি করেছে একযোগে 'ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক' (NOAA) 'স্পেস ওয়েদার প্রেডিকশন' সেন্টার (SWPC)।
এর ফলে দিগন্তে দেখা দেবে মেরুজ্য়োতি বা অরোরা-- সেই আশ্চর্য নরম আলো।
কিন্তু কেন ঘটবে এসব? পাওয়া গিয়েছে 'অপরাধী'দের খোঁজ।
অত্যন্ত শক্তিশালী এম-ক্লাস সোলার ফ্লেয়ার বা সূর্যঝড়ের প্রবাহ বইবে সূর্য থেকে।
এর জেরে তৈরি হবে চৌম্বকীয় ক্ষেত্রে। নির্গত হবে প্লাজমা। একে 'করোনাল মাস ইজেকশন' বা সংক্ষেপে সিএমই (CMEs) বলা হচ্ছে।
আর সূর্য থেকে নির্গত এই ঝড়ের পথেই পড়ছে আমাদের সাধের পৃথিবী। ফলে, পৃথিবীর কপালে দুঃখ আছে বইকী! ধ্বংসও কি হয়ে যাবে এ গ্রহ? সময়ই বলবে।