লস অ্যাঞ্জেলসে পুড়ে ছাই ১৫০০ -এরও বেশি বাড়ি, মৃত পাঁচ।
শুধু লস অ্যাঞ্জেলসেই নয়, এর পাশাপাশি অবস্থিত আরও বেশ কিছু জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।
এই ভয়াবহ দাবানল নেভাতে নেভাতে শেষ হয়ে যাচ্ছে জলও।
এই লস অ্যাঞ্জেলসে ছিলেন অতি জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী সহ আরও অনেক খ্যতিনামা ব্যক্তিরা।
নোরা ফাতেহি ছিলেন এই লস অ্যাঞ্জেলসে, কয়েক মিনিটের নাটিসে তিনি নিজের সমস্ত জিনিস নিয়ে ওখান থেকে বেড়িয়ে যান
পরিচিত সংগীতশিল্পী পাশাপাশি অভিনেত্রীও ম্যান্ডি মুর, আগুন থেকে বাঁচতে তিনি তাঁর সন্তান ও পোষ্যদের নিয়ে এলাকা ছেড়েছেন বলে জানান।
অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ, কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি।
অভিনেতা স্পেনসার প্র্যাটের বাড়িও এই দাবানলে পুড়েছে।
‘স্টার ওয়ারস’তারকা মার্ক হ্যামিলের বাড়িও এই আগুনে পুড়ে গিয়েছে।
‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়ে ছাই।
মালিবুতে প্যারিস হিলটনের বাড়িও এই দাবানলের শিকার।
ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা।
অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে, কানও মতে প্রাণে বেঁচে রয়েছেন।
বেন অ্যাফ্লেক একজন আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। ইনিও লস অ্যাঞ্জেলসের বাসিন্দা।