অ্যাঞ্জিওগ্রাম

পরিস্থিতি বুঝে দ্রুত অ্য়া়্জিওগ্রাম করা হয়। তড়িঘডি় বসানো হয় স্টেন্ট। কিন্তু এরপরও হার্টের ধমনীতে ২ ব্লক রয়ে গিয়েছে।

জুনেও অসুস্থ হয়ে পড়েন

গত ১০ জুন হঠাত্ই বুকে ব্যাথা অনুভব করেন খালেদা। তাঁকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

বয়সই সমস্যা!

খালেদার বর্তমান ৭৮। লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও হার্টের সমস্যায় ভুগছেন।

রাতেই ভর্তি

গতকাল রাতেই দেড়টা নাগাদ খালদাকে কেবিন থেকে সিসিইউ কেবিনে স্থানান্তরিত করা হয়।

গত রাতের সমস্যা

রবিবার রাতে হঠাত্ শ্বাসকষ্ট শুরু হয়।

বিদেশ যেতে দিতে হবে

ফকরুল বলেন, বিদেশে নিয়ে না গেলে খালেদা জিয়াকে বাঁটানো যাবে না।

দেশে সম্ভব নয়

খালেদার যেরকম শারীরিক পরিস্থিতি তাতে দেশে আর তাঁর চিকিত্সা সম্ভব নয়। চাই আরও উন্নত চিকিত্সা। বহুদিন ধরেই বিদেশে নিয়ে যাওয়ার কথা বলা হলেও সরকার অনুমতি দিচ্ছে না। এমনটাই বলেন ফকরুল।

বিএনপি মহাসচিব

দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে বাঁচাতে গেল আরও উন্নত চিকিত্সা দরকার।

বাড়াল অসুস্থতা

রবিবার তাঁকে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালের সিসিইউতে। অক্সিজেন দিয়ে পরস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে।

খালেদা জিয়া

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিএএনপি।

VIEW ALL

Read Next Story