'দিলারাম'

'দিলারাম' গানের সুবাদে এখন গোটা দেশ চেনে হামিদা বানুকে।

Soumitra Sen
Sep 20,2023

বাউল শাহ আব্দুল করিম

হামিদা বানুর বাবা লাল মিয়া বয়াত, তিনিও বাউলশিল্পী, বাউল শাহ আব্দুল করিমের সঙ্গ করেছিলেন তিনি।

পাহাড়ের পাদদেশে

মেঘালয়ের পাহাড়ের পাদদেশে রঙ্গারচর ইউনিয়নের বনগাঁওতে হামিদাদের বাড়ি।

বাবার গান শুনেই

হামিদা মাত্র ১৫ বছরে বাবাকে হারান, যে বাবার গান শুনেই শুনেই তিনি বড় হয়েছেন।

মাজারে-মাজারে

পরে হামিদা বানু মাজারে-মাজারে ঘুরে ঘুরে গাইতেন।

অভাব গিলে খাচ্ছিল সংসার

খুব কম বয়সে হামিদার বিয়ে, স্বামী ব্যান্ডপার্টিতে বাঁশি বাজাতেন, অভাব যেন গিলে খাচ্ছিল সংসার।

হাজতবাস

অভাবের হাত থেকে রেহাই পেতে ভারতযাত্রা, কিন্তু বেআইনি ভাবে আসতে গিয়ে ঘটে হাজতবাস।

গানের হাত ধরে মুক্তি

সাড়ে তিন বছর জেলখাটার পরে, একদিন গানের হাত ধরেই মুক্তি মেলে হামিদার।

আত্মহত্যার কথাও ভাবেন

কিন্তু জীবনসংগ্রাম থামে না, স্বামী পরিত্যাগ করেন, কষ্টে যন্ত্রণায় অভাবে আত্মহত্যার কথাও ভাবেন হামিদা।

হাসন রাজা

কিন্তু সেখান থেকে হাসন রাজার গানের হাত ধরেই ফের জীবনের ফিরলেন হামিদা!

VIEW ALL

Read Next Story