'দিলারাম' গানের সুবাদে এখন গোটা দেশ চেনে হামিদা বানুকে।
হামিদা বানুর বাবা লাল মিয়া বয়াত, তিনিও বাউলশিল্পী, বাউল শাহ আব্দুল করিমের সঙ্গ করেছিলেন তিনি।
মেঘালয়ের পাহাড়ের পাদদেশে রঙ্গারচর ইউনিয়নের বনগাঁওতে হামিদাদের বাড়ি।
হামিদা মাত্র ১৫ বছরে বাবাকে হারান, যে বাবার গান শুনেই শুনেই তিনি বড় হয়েছেন।
পরে হামিদা বানু মাজারে-মাজারে ঘুরে ঘুরে গাইতেন।
খুব কম বয়সে হামিদার বিয়ে, স্বামী ব্যান্ডপার্টিতে বাঁশি বাজাতেন, অভাব যেন গিলে খাচ্ছিল সংসার।
অভাবের হাত থেকে রেহাই পেতে ভারতযাত্রা, কিন্তু বেআইনি ভাবে আসতে গিয়ে ঘটে হাজতবাস।
সাড়ে তিন বছর জেলখাটার পরে, একদিন গানের হাত ধরেই মুক্তি মেলে হামিদার।
কিন্তু জীবনসংগ্রাম থামে না, স্বামী পরিত্যাগ করেন, কষ্টে যন্ত্রণায় অভাবে আত্মহত্যার কথাও ভাবেন হামিদা।
কিন্তু সেখান থেকে হাসন রাজার গানের হাত ধরেই ফের জীবনের ফিরলেন হামিদা!