একটা ভুল ধারনা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা সত্যি বলে মনে করে আসছি।
বিশ্বের সবথেকে বেশি পিরামিড ইজিপ্টে না, বরং আছে সুদানে।
কমপক্ষে ২০০-২৫০রও বেশি পিরামিড আছে এই শহরে।
কুশ বংশের সময় কালে এই নির্মিত এই পিরামিড গুলি সমাধি হিসেবে ব্যবহার করা হতো।
মিশরীয় যুগের প্রায় ৫০০ বছর পর কুশ বংশের এই পিরামিড সভ্যতা শুরু হয়।
সুদানের পিরামিড গুলির গড় উচ্চতা ৬ থেকে ৩০ মিটার।
অন্যদিকে মিশরীয় পিরামিড গুলি প্রায় ১৩৮ মিটার লম্বা হয়।
সুদানের মেরোতেই আছে এই দেশের সর্বাধিক পিরামিড।