নতুন অর্থ-পথ

জিম্বাবোয়ে

জিম্বাবোয়ে চালু করেছে ZiG: একটি নতুন 'গোল্ড-ব্যাকড' মুদ্রা।

সংকটমুক্তি

আর্থিক সংকট সে দেশের অর্থনীতির এক সদাসঙ্গী। তা থেকে মুক্তি পেতেই এই নতুন পথে হাঁটা।

নতুন পথে হাঁটা

জিম্বাবোয়ে অবশ্য শুধু ভাবেইনি, ইতিমধ্যে শুরুও করে দিয়েছে সেই কয়েন ব্যবহার।

বৈদ্যুতিন

জিগ অবশ্য বাজারে 'ইন্ট্রোডিউস' করা হয়েছিল এপ্রিলেই। তবে সেটা বৈদ্যুতিন ভাবে।

কয়েন ও নোট

এবার জিম্বাবোয়ের মানুষ এর কয়েন ও নোটও ব্যবহার করতে পারছেন।

'কারেন্সি ক্রাইসিস'

ভাবা হচ্ছে, এর মাধ্যমে জিম্বাবোয়ে তাদের 'লং-রানিং কারেন্সি ক্রাইসিস' থেকে বেরিয়ে আসবে।

ডলারে না

জিম্বাবোয়ে বহুদিন থেকেই চাইছিল ডলার-নির্ভরতা থেকে বেরিয়ে আসতে।

জিম্বাবোয়ের সোনা

ZiG হল 'জিম্বাবোয়ে গোল্ড' (Zimbabwe Gold)-এর শর্ট ফর্ম।

অবিশ্বাস

তবে এত তাড়াতাড়ি বিষয়টিতে আস্থা স্থাপন করতে পারছেন না ও দেশের মানুষ। তাঁরা 'জিগ'কে যেন একটু সন্দেহের চোখে দেখছেন।

মুদ্রাস্ফীতির পরে

'হাইপারইনফ্লেশনে'র পরে এই নিয়ে জিম্বাবোয়ে তাদের ষষ্ঠ কারেন্সিটা বাজারে নিয়ে এল।

VIEW ALL

Read Next Story