জিম্বাবোয়ে চালু করেছে ZiG: একটি নতুন 'গোল্ড-ব্যাকড' মুদ্রা।
আর্থিক সংকট সে দেশের অর্থনীতির এক সদাসঙ্গী। তা থেকে মুক্তি পেতেই এই নতুন পথে হাঁটা।
জিম্বাবোয়ে অবশ্য শুধু ভাবেইনি, ইতিমধ্যে শুরুও করে দিয়েছে সেই কয়েন ব্যবহার।
জিগ অবশ্য বাজারে 'ইন্ট্রোডিউস' করা হয়েছিল এপ্রিলেই। তবে সেটা বৈদ্যুতিন ভাবে।
এবার জিম্বাবোয়ের মানুষ এর কয়েন ও নোটও ব্যবহার করতে পারছেন।
ভাবা হচ্ছে, এর মাধ্যমে জিম্বাবোয়ে তাদের 'লং-রানিং কারেন্সি ক্রাইসিস' থেকে বেরিয়ে আসবে।
জিম্বাবোয়ে বহুদিন থেকেই চাইছিল ডলার-নির্ভরতা থেকে বেরিয়ে আসতে।
ZiG হল 'জিম্বাবোয়ে গোল্ড' (Zimbabwe Gold)-এর শর্ট ফর্ম।
তবে এত তাড়াতাড়ি বিষয়টিতে আস্থা স্থাপন করতে পারছেন না ও দেশের মানুষ। তাঁরা 'জিগ'কে যেন একটু সন্দেহের চোখে দেখছেন।
'হাইপারইনফ্লেশনে'র পরে এই নিয়ে জিম্বাবোয়ে তাদের ষষ্ঠ কারেন্সিটা বাজারে নিয়ে এল।